মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ৪ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালিগঞ্জ থানা পুুলিশ। মাদক ব্যবসায়ীর নাম আরজান মোড়ল(৩২)।
তিনি আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজিপুর গ্রামের আছালউদ্দিন মোড়লের ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ও সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্স সোমবার আনুমানিক সন্ধা সাড়ে ৫টায় উপজেলার তারালী ইউনিয়নের রহিমপুর থেকে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
থানার সহকারী উপ-পরিদর্শক শেখ জামাল হোসেন বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।