April 10, 2021, 1:57 pm
এসভি ডেস্ক: ৪৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম সাগর হোসেন(২৭)। তিনি গাড়াখালী গ্রামের সবুর হোসেনের ছেলে।
কলারোয়া থানার এসআই ইস্রাফিল হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় কেড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ চৌরারাস্তা থেকে তাকে আটক করা হয়।
এছাড়া চন্দনপুর ইউপি এর গয়ড়া উত্তর পাড়া গ্রামের মৃত কাশেম আলী দালালের ছেলে আব্দুল হামিদ ও মৃত ওহাব মোল্লার ছেলে ওহিদুজ্জামান মোল্লাকে ৫০ বোতল ভারতীয় মদসহআটক করে থানা পুুুুলিশ।
All rights reserved © Satkhira Vision