April 11, 2021, 12:35 am
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে ৫০০ গ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারীরা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক চোরাকারবারীর নাম সজীব হোসেন(৩০)।তিনি লক্ষীদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বুধবার সকাল ১০ টার দিকে সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের লক্ষীদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
ভোমরা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুন-উর-রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীদাড়ি সীমান্ত থেকে সজীব হোসেনকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাসী করে আধাকেজি স্বর্ণ উদ্ধার করা হয়। ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ নিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।
All rights reserved © Satkhira Vision