April 10, 2021, 1:53 pm
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবে খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনা টাইমস পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। খুলনা টাইমস এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেদেহী আলী সুজয় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান।
খুলনা টাইমস ও আজকের সাতক্ষীরা পত্রিকার আশাশুনি উপজেলা প্রতিনিধি মইনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, সহ সভাপতি আলী নেওয়াজ, সাধারণ সম্পাদক সমীর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, অর্থ সম্পাদক প্রভাষক শাহাদাত হোসেন টিটল, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, সদস্য বাহবুল হাসনাইন, হাবিবুল্লাহ বেলালী, গোপাল কুমার মন্ডল, সাংবাদিক সোহরাব হোসেন, শেখ বাদশা, এম এম নুর আলম, জ্বলেমিন হোসেন, এস এম শাহীন আলম, ডাঃ শাহজান হাবিব, বিএম আলাউদ্দীন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খুলনা টাইমস পত্রিকা অল্প সময়ের মধ্যেই পাঠকদের চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। সকল বক্তাগন পত্রিকাটির উজ্জল ভবিষৎ কামনা করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কেক কেটে পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
All rights reserved © Satkhira Vision