নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার আবাদচন্ডীপুর গ্রামের আনোয়ার হোসেন মোল্লার মেয়ে নবম শ্রেণির ছাত্রী আসমার কিডনি প্রতিস্থাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকার একটি চেক তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। ।
রোববার আসমার সুচিকিৎসা নিশ্চিতে পরিচিতজনদের মাধ্যমে তিনি আরও সহায়তা করার আশ্বাস দেন এবং জেলাবাসীকে আসমার পাশে দাড়ানোর আহবান জানান।
প্রসঙ্গত, আসমার দুটি কিডনিই অকেজো হয়ে পড়েছে। খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তার ডায়ালাইসিস চলছে। আসমার মা তাকে কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় খুব দ্রুত আসমার শরীরে কিডনি প্রতিস্থাপন করা হবে। আসমার চিকিৎসার জন্য সহায়তা প্রার্থনা করে তার পরিবারের পক্ষ থেকে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহা. আনোয়ার হোসেন হাওলাদারের কাছে আবেদন করা হলে তিনি আবেদনটি সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে তা বিবেচনার নির্দেশ দেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল আবেদন পত্রটি পেয়ে তাৎক্ষণিক আসমার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তার কিডনি প্রতিস্থাপনে সহায়তার হাত বাড়িয়ে দেন।