জহর হাসান সাগর, তালা: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তালা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।
সম্মেলনকে সামনে রেখে তালা উপজেলা আওয়ামীলীগ পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি । এ সম্মেলনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
তবে আসন্ন এ সম্মেলনে সভাপতি নয়, সাধারণ সম্পাদক পদেই হবে মূলত লড়াই। যোগ্য নেতৃত্ব আর নেতা নির্বাচনে কেউ কেউ নীরব ভূমিকা পালন করলেও অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হয়েছেন সরব। পদপ্রত্যাশীরাও ছুটে চলেছেন উপজেলার ১২ ইউনিয়নের নেতাকর্মীদের কাছে ।
দলীয় সুত্রে জানাযায়,৮ই ডিসেম্বার তালা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন কুমিরা হাইস্কুল ময়দান অনুষ্ঠিত হবে সকাল ১০ ঘটিকায় । উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে নাম জোরে-শোরে নাম শোনা যাচ্ছে বর্তমান উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি শহীদ পরিবারের সন্তান শেখ নুরুল ইসলাম ও সাবেক যুবলীগনেতা মো:খোরশেদ আলম । অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান উপজেলা আওয়ামীলীগের কয়েকবারের সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন, সাবেক সফল ছাত্র ও যুবনেতা, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা সরদার মশিয়ার রহমান।
তৃণমুল নেতা কর্মীদের সাথে কথা বলে জানা যায়,এবার উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে তারা তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত আশার প্রতিফলন দেখাতে চাই ।