আকবার আলী, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার কেড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারে ইউনিয়ন যুবলীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী-যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি’র ৮১-তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বালিয়াডাঙ্গা বাজারে আনসার ভিডিপি অফিসে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এমডি সেলিম রেজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী যুবলীগ ইতিহাস ঐতিহ্যে ভরা একটি রাজনীতি সংগঠন। এই সংগঠনের সুনাম বজায় রাখতে নিজেদের সৎ কর্মকান্ড দিয়ে মানুষের আস্তা ও ভালবাসা ফেরাতে ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান এর উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সভাপতি আজিজুল ইসলাম, প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুস সবুর খোকন, আওয়ামী নেতা শিক্ষক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন হোসেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, যুবনেতা আবু তাহের, সুমন হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।