মাসুদ পারভেজ, কালিগঞ্জ: ৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত করা সোনার বাংলা ক্লাব পুনঃপ্রতিষ্ঠার লক্ষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
ভিত্তিপস্থর স্থাপন আয়োজনে সোনার বাংলা ক্লাবের সভাপতি আনিছুর রহমান পাড়ের সভাপত্তিত্বে ও
সাধারন সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা বাবু বিজয় সরকার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী কাওফিল অরা সজল, ইউপি সদস্য আব্দুল হাকিম প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সামাজিক সংগঠনটির উন্নয়নে সকলের আন্তরিক প্রচেষ্টায় সোনার বাংলা ক্লাবের স্থায়ী স্থাপনার ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, আজকে যুব সমাজ আগামী দিনের কর্নধর সমাজে সব ধরনের ভালো কাজে সবার আগে যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকেরা জাতির কাছে ঋণী তাই জাতির শিক্ষার ঋণ শোধ করার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। সকলের বাবা-মা আত্মীয়-স্বজনদের আত্মার রুহের মাগফিরাত কামনা করে বেশি বেশি গাছ লাগাতে হবে।