নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন ও সাধারণ সম্পাদক হয়েছেন আলিমুর রহমান।
শুক্রবার সকালে কলারোয়া উপজেলা পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ত্রিবার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বাক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রিয় উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ.ফ.ম রুহুল হক। এর আগে সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ালীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও খুলনা বিভাগীয় আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা এস.এম কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু প্রমুখ।
সম্মেলন শেষে আজ বিকালে কলারোয়া পাবলিক লাইব্রেরী প্রাঙ্গনে ফিরোজ আহমেদ স্বপনকে আবারও কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং সাধারন সম্পাদক পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর ভাই আলিমুর রহমানের নাম ঘোষণা করা হয়।