Spread the love

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, নির্বাচন কর্মকর্তা হায়দার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, বন কর্মকর্তা আওছাফুর রহমান, কালিগঞ্জ সরকারী মাধ্যমিক বিদ্যালয় আলহাজ্ব ওয়াজেদ আলী, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়,  কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, দৈনিক দৃষ্টিপাতের ব্যুরো প্রধান আশেক মেহেদী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে আকলিমা খানম লাখী(কৃষ্ণনগর), মোজাম্মেল হক গাইন(চাম্পাফুল),, প্রশান্ত কুমার সরকার(দঃশ্রীপুর) শেখ এবাদুল ইসলাম(কুশুলিয়া) এনামুল হোসেন ছোট(তারালী) মিজানুর রহমান গাইন(মথুরেশপুর)গাজী শওকত হোসেন(ধলবাড়িয়া) আশরাফুল হাসান খোকন( রতনপুর), কাজী রফিকুল ইসলাম বাটুল (মৌতলা) প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *