April 14, 2021, 8:56 am
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক কৃষকের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে ঝলসে দিয়েছে দূর্বৃত্তরা।
মারাত্মক আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে তার পরিবার।
শনিবার রাতে কলারোয়ার নাছোপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কৃষকের নাম সুলতান দালাল(৫০)। তিনি কলারোয়া উপজেলার নাতপুর গ্রামের শহর আলী দালালের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন সুলতান দালাল জানান, শনিবার রাতে উপজেলার মাদ্রা বাজার থেকে বাজার করে বাড়ি ফেরার পথে দুইজন লোক মোটরসাইকেলে এসে আমার গতিরোধ করে এবং একজন আমার মুখে টর্চ লাইট ধরে রাখে এবং অপরজন পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির-উল-গিয়াস বলেন, আমি ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © Satkhira Vision