Spread the love

এসভি ডেস্ক: মেয়াদ উত্তীর্ণ ও লেভেল বিহীন পণ্য বিক্রির দায়ের শহরের সুলতানপুর বড় বাজারের মসল্যা ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা জানান, জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সুলতানপুর বড় বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মসলা ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও লেভেল বিহীন পণ্য যার গুণগত মানের কোন নিশ্চয়তা নেই এবং অবহেলার কারণে ভোক্তা সাধারণের স্বাস্থ্যের নিরাপত্তা বিনষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৫১, ৫২ ও ৫৩ লংঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *