জহর হাসান সাগর, তালা: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সাধারণ জনগনের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু জানান, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন প্রকল্প (২য় পর্যায়)প্রকল্প শুরু থেকে অক্টোবার ২০১৯ পর্যন্ত মোট মামলা গ্রহন করা হয়েছে ১৯৫টি, খারিজ হয়েছে ২০টি, চলমান রয়েছে ৫টি মামলা । মোট ফিস আদায় হয়েছে ৩৯২০ টাকা মোট ক্ষতিপুরণ আদায় হয়েছে ৫২লক্ষ ৫৮হাজার ৪২০টাকা। জমি উদ্ধার হয়েছে ৩৬৭.৫শতক । গ্রাম আদালতে মামলার ফিস কম থাকায় এবং হাতের কাছে হওয়ার প্রান্তিক জনগোষ্টির মামলার বিচার প্রার্থনা করা সহজ হয়েছে । এছাড়া বিচারিক প্যানেল এর কারনে গ্রাম আদালত সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
এবিষয়ে জেলা ডিএফ রাজু জাবেদ ফোনে জানান, সাতক্ষীরা জেলায় ৪৭টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তার মধ্যে জালালপুর ইউনিয়ন পরিষদ ৪র্থ স্থানে রয়েছে ।এসময় গ্রাম তিনি,গ্রাম আদালত কে সক্রিয় রাখার জন্য ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিবসহ গ্রাম আদালত সহকারীকে ধন্যবাদ জানিয়ে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন ।