কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে এ্যাডভোকেট কিনু লাল গাইন স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা করা হয়েছে।
সোমবার বিকালে কেড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বোয়ালিয়া স্পেটিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় খেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে কেড়াগাছি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- জেলা আ.লীগের উপদেষ্ঠা ও সাবেক উপজেলা আ.লীগের আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক স.ম মোরশেদ আলী ভিপি, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী সাগর, লাঙ্গলঝাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদারাসার সুপার রবিউল হক, প্রভাষক সম আশরাফ আলী, কলারোয়া সরকারী কলেজের সাবেক এজিএস মোস্তাফিজুর রহমান মোস্ত, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের নেতা ডালিম হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, ফারুক হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মাজেদ, জিয়াদ আলী, কৃষকলীগের সভাপতি আব্দুর রহমান, শিক্ষক আব্দুর জব্বার, অধ্যাপক হুমায়ুন কবীরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য-৮দলীয় ফুটবল খেলাটি আগামী ১৫ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।