এসভি ডেস্ক: সাতক্ষীরা শহরে সড়ক দূর্ঘটনায় নিহত আনসার আলীর বাড়ির লোকজনদের সমবেদনা জানাতে তার বাড়িতে গেলেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ।
মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের খড়িবিলা এলাকায় আনসার আলীর বাড়ি যান তারা। এসময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের অপ্রত্যাশিত ফান্ড থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা সহযোগীতা করা হয়।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু, ইটাগাছা ফাঁড়ির আইসি আব্দুল হালিম প্রমূখ।
উল্লেখ্য, মঙ্গলবার বিকালে শহরের মোজাহার পেট্রোল পাম্পের সামনে মজুমদার ফিলিং স্টেশনের তেল বাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান খড়িবিলা একালার রজব আলী সরদারের ছেলে আনসার আলী। এসময় ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।