এসভি ডেস্ক: সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দা সীমান্তবর্তী এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
রোববার(১০ নভেম্বর) রাতে কলারোয়ার মাদরা বিওপির সদস্যারা তাকে আটক করেন।
ভারতীয় নাগরিকের নাম ইব্রাহিম গাজী ছোট(২৯)। তিনি ভারতের চব্বিশ পরগনা জেলার সরুপনগর থানার দরকান্দা গ্রামের মৃত মনতাজ গাজীর ছেলে।
মাদরা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা চান্দা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় জালনোট ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।