Spread the love

এসভি ডেস্ক: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ কিছুটা দুর্বল হয়ে রাত ৯টা নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল (সুন্দরবনের পাশ দিয়ে) অতিক্রম শুরু করে।

মধ্যরাতে উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমশ দুর্বল হয়ে মধ্যরাত নাগাদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। শনিবার রাত ১১টায় আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আয়শা খাতুন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

আয়শা খাতুন জানান, ঘূর্ণিঝড়টি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণপশ্চিম এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিমি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

আয়শা খাতুন জানান, ঘূর্ণিঝড়টি উত্তরপূর্ব দিকে আট কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *