নাজমুল শাহাদাৎ(জাকির)
এখন আর লিখিনা কোন ছন্দ, কবিতা অথবা কাব্যগ্রন্থ! কেননা, আমি যে ব্যর্থ।
লিখেছিলাম আগে তোমাকে নিয়ে কত ছন্দ, গল্প ও কাব্যগ্রন্থ। প্রতিদানে পেলাম ব্যর্থতা-গ্লানির কষ্ট।
করে ছিলে কত অপমান, কত লাঞ্ছিত! দিয়েছিলে সহস্র মিথ্যা অপবাদ। তবে! তুমি কি জানো? আজও বয়ে বেড়াতে হয় তোমার দেওয়া ব্যর্থতা-গ্লানির কষ্ট।
আজ প্রতিবাদি এ-মন জানতে চাই হৃদয়ের সহস্রকোটি অব্যক্ত ব্যাখ্যাগুলো। কেন! কেন চেয়েও না পাওয়ার বেদনা, পেয়েও হারানোর কষ্টকে নিয়ে চলতে হয় আমায়?
ক্ষণে ক্ষণে আগুনের ফুলিঙ্গ হয়ে বেরিয়ে অাসতে চাই, প্রতিবাদি ভাবি নিজেকে! তবে পারি না! আমি পারিনা প্রতিবাদি হতে। কেননা, বন্ধুত্বের বাধঁনে প্রতিবাদি এ-মন ব্যর্থ।
আজও প্রতিক্ষায়! হয়তো কোন একদিন ব্যর্থ এই আমি সফলতার গান শোনাবো তোমায়।