এসভি ডেস্ক: ৫১৭ পিচ ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করেছে (র্যাব)-৬।
রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যুবকের নাম আরিজুল ইসলাম(৩০)। তিনি সাতক্ষীরা থানার চৌবাড়ীয়া গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আরিজুলের দেহ তল্লাশী করে ৫১৭ পিচ ইয়াবা বড়ি ও দুটি মোবাইল উদ্ধার করা হয়। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।