এসভি ডেস্ক: মাদকমুক্ত স্বপ্নের সাতক্ষীরা গড়ার লক্ষ্যে ‘মাদককে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীরামপুর তরুণ সংঘ ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ নভেম্বর) বিকালে সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর ফুটবল মাঠে শ্রীরামপুর তরুণ সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ও স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনাইটেড মডেল কলেজ ও পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আফসার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুাক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মহসীন হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, ইউনাইটেড মডেল কলেজের অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাৎ আজাদী, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান, স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাম্স ইশতিয়াক শোভন, বীর মুক্তিযোদ্ধা গৌরপদ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, জেলা তরুণ লীগের সভাপতি মো. শাহানুর ইসলাম শাহীন, ০৭ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দস সালেক, সাধারণ সম্পাদক মো. শওকত গাইন, ভোমরা ইউনিয়ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. এরশাদ আলী, ইউপি সদস্য মো. মোসলেম আলী মন্ডল, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. বজলুর রহমান, মো. রফিকুল ইসলাম, ভোমরা স্থল শ্রমিক ফেডারেশন ভোমরা বন্দর শাখার সাধারণ সম্পাদক মো. আজিবুর রহমান আলিম, মো. বাবলুর রহমান, মো. তরিকুল ইসলাম, মো. হুমাউন কবির, মো. মহিদুল ইসলাম, শ্রীরামপুর তরুণ সংঘ ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট-কমিটির আহবায়ক মো. শাহিনুর রহমান বিশ্বাস, জুয়েল প্রমুখ।
৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলায় অংশ নেয় ইশ্বরীপুর ফুটবল একাদশ বনাম ভোমরা শ্রমিক ইউনিয়ন দল। খেলায় নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পেলে খেলা রুপ নেয় টাইবেকারে।টাইখেলার ইশ্বরীপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে ভোমরা শ্রমিক ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রেফারীর দায়িত্ব পালন করেন নাসির উদ্দিন, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন পিপুল খান ও এ.কে আজাদ কানন, আবিদ হোসেন পলাশ।