মাসুদ পারভেজ,কালিগঞ্জ: বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করতে মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় মৌতলা আওয়ামীলীগ অফিস প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কাউন্সিলর গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সস্মেলন প্রস্তুত কমিটির সদস্য দুলাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
এসময় আরো বক্তব্য রাখেন সস্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব সজল মুখার্জী, সস্মেলন প্রস্তুত কমিটির যুগ্ন আহবায়ক ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, যুগ্ন আহবায়ক ডিএম সিরাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী মুনসী, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, সন্মেলন প্রস্তুত কমিটির সদস্য ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ।