এসভি ডেস্ক: খাওয়ার পাতে রোজ ডিম চাই তাঁর। কিন্তু রোজ ডিম খাওয়ানোর সামর্থ্য নেই দিনমজুর স্বামীর । সে জন্য নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে এক মহিলা। অদ্ভুত এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের গোরক্ষপুর জেলায়।
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে কামপিয়েরগঞ্জে থাকতেন ওই মহিলা। মাসচারেক আগেও এই কারণে তিনি পালিয়ে গিয়েছিলেন। তার পর ফিরে এসে পুলিশকে জানিয়েছিলেন, স্বামী তাঁকে রোজ ডিম খেতে দেয় না। এতেই তিনি হতাশ।
গত শনিবার ডিম খাওয়া নিয়ে দিনমজুর স্বামীর সঙ্গে ফের ঝগড়া হয় তাঁর। তার পরই বাড়ি থেকে ফের পালিয়ে যান তিনি। এর পর তাঁর প্রেমিকের বাড়িতে খোঁজ নিয়ে দেখা যায়, তিনি নেই। তাই মনে করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে ফের পালিয়ে গিয়েছেন ওই মহিলা।
এ বিষয়ে ওই মহিলার দিনমজুর স্বামী জানিয়েছেন, পরিবারের জন্য রোজ ডিম আনা তাঁর আর্থিক সামথ্যের বাইরে। তাঁর এই দুর্বলতার সুযোগ নিয়ে স্ত্রীয়ের প্রেমিক রোজ তাঁকে ডিম এনে দিত বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি।