এসভি ডেস্ক: ৫২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)।
মাদক ব্যবসায়ীর নাম সোহরাব হোসেন। তিনি বৈকারী ইউয়নের আবু বক্কর মোল্লার ছেলে।
মঙ্গলবার ভোরে আটকের এ ঘটনা ঘটে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সংবাদের ভিত্তিতে বৈকারি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ বোতল ফেনসিডিলসহ সোহরাব হোসেনকে আটক করা হয়।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহরাব হোসেনের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।