এসভি ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে ঘোষিত মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে জেলা প্রশাসন আয়োজিত ‘বঙ্গবন্ধুকে জানো, বাংলাদেশকে চেনো’ শীর্ষক সাধারণ জ্ঞানভিত্তিক জেলা পর্যায়ের কুইজ প্রতিযোগিতা ২ নভেম্বরের পরিবর্তে আগামী ৩ নভেম্বর সকাল ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নে অনুষ্ঠিত হবে।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিত ৩টি করে স্কুল ও কলেজের প্রতিযোগীদের যথাসময়ে উক্ত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার আহবান জানানো হয়েছে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরা পৌরসভার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে সাতক্ষীরা সরকারি কলেজ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, মাধ্যমিক পর্যায়ে সাতক্ষীরা সদর উপজেলার বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, ডিবি মাধ্যমিক বিদ্যালয় ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ঝাউডাঙ্গা কলেজ, শহীদ স্মৃতি কলেজ ও সাতানী ভাদড়া স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক পর্যায়ে তালা উপজেলার পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়, তালা বি দে উচ্চ বিদ্যালয় ও গাছা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে তালা সরকারি কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও তালা মহিলা কলেজ, মাধ্যমিক পর্যায়ে কলারোয়া উপজেলার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বিএসএইস সিংগা মাধ্যমিক বিদ্যালয় ও সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে বেগম খালেদা জিয়া ডিগ্রি কলেজ, হাজী নাসিরুদ্দীন ডিগ্রি কলেজ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে আশাশুনি উপজেলার বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় ও মহিষাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে আশাশুনি সরকারি কলেজ ও আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক পর্যায়ে কালিগঞ্জ উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও মিলনী মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে কালিগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ শ্রীপুর কেএমএল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী আলাউদ্দিন ডিগ্রি কলেজ, মাধ্যমিক পর্যায়ে দেবহাটা উপজেলার দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয় ও ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে হাজী কেয়ামউদ্দিন মেমোরিয়াল কলেজ, দেবহাটা কলেজ ও সরকারি কেবিএ কলেজ, মাধ্যমিক পর্যায়ে শ্যামনগর উপজেলার নওয়াবেকী মাধ্যমিক বিদ্যালয়, পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠ এবং কলেজ পর্যায়ে বুড়িগোয়ালিনী গাবুরা কলেজ, ভূরুলিয়া সিরাজপুর স্কুল অ্যান্ড কলেজ এবং দরগাপুর এনডিএস ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।