তালা প্রতিনিধি: তালা উপজেলার খলিলনগর বাজারে রবিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লেগে এক দোকান মালিকের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দোকান মালিকের নাম রেজাউল শেখ (৩৫)। তিনি খলিল নগর গ্রামের ইসলাম শেখের ছেলে।
এ গটনায় ওই দোকান মালিকের প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দোকান মালিক রিজাউল বলেন যে, ‘রাতের বাজারে বেচাকেনা করে নগদ ৩৫ হাজার টাকা রেখে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত দেড়টার দিকে জানতে পারি যে, আমার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি আমার দোকানের নগদ টাকা, ২টি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে চাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ’
তালা থানার খলিলনগর পুলিশ ফাড়ির ইনচার্জ সহকারী উপ-পুলিশ পরিদর্শক এএসআই মো. শহীদ জানান, রাতে দোকানের ভিতর থেকে শটসার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।