এসভি ডেস্ক: পুলিশ সদস্য পরিচয় দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
যুবকের নাম আসাদুজ্জামান সাগর(২৫)। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের আনিছুর রহমানের ছেলে।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫ অক্টোবর রাতে সাগরকে তার বাড়ী থেকে আটক করেন। এঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে মামলা হওয়ায় পুলিশ তাৎক্ষনিক ভাবে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গীয়াস জানান, শনিবার আটক সাগরকে আদালতে প্রেরণ করা হয়েছে।