দেবহাটা প্রতিনিধি: আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) – ৩ এর সদস্যরা অভিযান চালিয়ে ১শ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে। যুুুুুবকের নাম মোস্তফা কামাল সুইট (৩৬)।
তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ার সেকেন্দ্রা এলাকার আব্দুল আহাদ গাজীর ছেলে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন)-৩ খুলনা শিরোমনির অভিযানকারী দলের ইন্সপেক্টর জুয়েল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটার কুলিয়া ঢেপখালী ব্রীজ সংলগ্ন এলাকা হতে ১শ বোতল ফেন্সিডিলসহ মোস্তফা কামাল সুইট কে আটক করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, এঘটনায় আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে বাদী হয়ে শুক্রবার রাতেই দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।