মাসুদ পারভেজ, কালিগঞ্জ: বাংলাদেশ আওয়ামীলীগ কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করতে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর গঠন সম্পন্ন হয়েছে।
২৩ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় কদমতলা ফুটবল মাঠে রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাউন্সিলর গঠনের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল ইসলাম এর সঞ্চালনায় এবং রতনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পেয়ার আলী তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সদস্য সাতক্ষীরা জর্জ কোর্টের অতিরিক্ত পি.পি এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাষ্টার নরীম আলী মুনসী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম।
এসময় আরো ক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা জর্জ কোর্টের এ পি.পি এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল। মতবিনিময় সভা শেষে তৃনমূল নেতাকর্মীদের মতমতের ভিত্তিতে ও উপস্থিত নেতৃবৃন্দের যাচাই বাছাইয়ের মাধ্যমে উপস্থিত সকলের সামনে ৩১ সদস্য বিশিষ্ট কাউন্সিলর গঠন করে নাম ঘোষনা করা হয়।