Spread the love

বিশেষ প্রতিনিধি: সদ্য মেডিকেল পরীক্ষায় সন্তোষজনক সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেলে ১৯তম স্থান পাওয়ায় ত্রয়ী মিত্রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কমিটি ও গণ্যমান্য ব্যক্তিরা।

শুক্রবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে ত্রয়ী মিত্রকে অভিনন্দন জানান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, অধ্যাপক ভূধর চন্দ্র সরকার, দেশ টিভি ও বিডি নিউজের সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, গর্বিত বাবা ও কাটিয়া মন্দিরের উপদেষ্টা দীন বন্ধু মিত্র, সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কমিটি’র সভাপতি গৌর চন্দ্র দত্ত, সাতক্ষীরা সদর সর্বজনীন পূজা মন্দির কমিটি’র সাধারণ সম্পাদক কিরন্ময় সরকার, সহ সভাপতি শংকর কুমার রায়, হ্যালো’র শিশু সাংবাদিক অগ্রঃ (বিসর্গ), পতিত পবন সাহা, চন্দ্র কান্ত কর্মকার, নির্মল কুমার মন্ডল, পুতুল চন্দ্র চন্দ, বলাই দে, ভৈরব কর্মকার, অচিন্ত্য কুমার দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *