তালা প্রতিনিধি: জাল দলিলে খাস জমি রেজিষ্ট্রি করতে যেয়ে পুলিশের হাতে আটক হলেন দাতা ও গ্রহিতা।
আটক ব্যক্তিরা হলেন, গোনালী গ্রামের মৃত সন্তোষ রজকের ছেলে সুভাষ রজক( ৪৫) ও মৃহ রহমান গাজীর ছেলে শাহজাহান গাজী (৪২)।
সাতক্ষীরার তালা সাব রেজিষ্ট্রি অফিস হতে তাদেরকে আটক করা হয়।
জানা যায়, তালার গোনালী মৌজার একটি পেরী ফেরি খাসের ৫ শতাংশ জমি রেজিষ্ট্রি করাতে যায় সুভাস রজক ও শাহজাহান গাজী। এসময় সাব-রেজিষ্টারের সন্দেহ হলে জমির বিষয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে। তখন দাতা- গ্রহিতা জমি রেজেষ্ট্রি করার জন্য সাব-রেজিষ্টারকে বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে থাকে।
পরে পুলিশকে খবর দিলে জালিয়াতি কাগজ-পত্রসহ পুলিশ ওই ২ প্রতারককে আটক করে থানায় নিয়ে আসে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।