মোঃ হাসানুল্লাহ: ৩কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
মাদক ব্যবসার নাম লাবলু বদ্দী(৩২)। তিনি সাতক্ষীরার বাঁশদহার কাজীপাড়া গ্রামের মোনতাজ বদ্দীর ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের কাটিয়া সরকার পাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব সাতক্ষীরা সিপিসি-১ এর উপ-পরিচালক মেজর শামীম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে কাটিয়া সরকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে লাবলু বদ্দীকে ৩ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাকে সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মামলা রুজুর কার্যক্রম চলছে।