এসভি ডেস্ক: দেবহাটার গোবরাখালি এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দুই ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে ধর্ষক আবু সুফিয়ান ও জিল্লুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো প্রেমিক আবু সুফিয়ান (২৭) গোবরাখালী গ্রামের আছাফুর সরদারের ছেলে ও জিল্লুর রহমান (২৮) একই গ্রামের শিক্ষক মোশারফের ছেলে। মেয়েটিও একই গ্রামের বাসিন্দা।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র জাগো নিউজকে জানান, আবু সুফিয়ান ওই কিশোরীর মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথা বলে মেয়েটিকে আবু সুফিয়ান তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গত শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে আবু সুফিয়ান। একে একে তার বন্ধুরাও ধর্ষণ করে মেয়েটিকে।
তিনি আরও জানান, আজই বিয়ে করবো বলে মেয়েটিকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যায় ছেলেটি। পরবর্তীতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় আবু সুফিয়ান ও জিল্লুকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুই আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।