এসভি ডেস্ক: মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ‘পুলিশ সুপার কাপ মহিলা ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলায় স্বাগতিক সাতক্ষীরা ৬-১ গোলে ঝিনাইদহ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ২৮ মিনিটে সাবিনা ১ টি গোল করে সাতক্ষীরাকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে ঝিনাইদহ একটি গোল করলেও সাতক্ষীরা দলের সাবিনা, মৌসুমী,মাসুরা,ফারজানা ও লিপি একটি করে গোল দেন। চূড়ান্ত খেলায় ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন সাতক্ষীরা দলের সাবিনা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরন করেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মুহিদ উদ্দিন। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।