নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তলুইগাছার একটি মৎস্য ঘের থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে তলুইগাছা মৎস্য ঘের থেকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, তলুইগাছার একটি মৎস্য ঘেরে একটি লাশ ভাসছে স্থানীয়দের এমন খবরের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের গলা কাটা ও চোখ উপড়ানো ছিল। পরনে ছিল গেঞ্জি ও প্যান্ট। বয়স আনুমানিক (৩৫) হবে। তাকে অন্য কোথায় হত্যা করে মরদেহটি মৎস্য ঘেরে ফেলে যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।