নিজস্ব প্রতিনিধি: ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক ব্যবসায়ীর নাম আরিজুল ইসলাম।
তিনি সাতক্ষীরা সদরের কামারবায়সা গ্রামের মৃত রোস্তম আলীর ছেলে।
জানা যায়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক বিজয় কুমার সংগীয় ফোর্স নিয়ে আরিজুল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় তার বাড়ি তল্লাসী চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আরিজুল ইসলামকে আটক করেন।
সাতক্ষীরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোঃ হাশেম আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।