April 14, 2021, 6:01 pm
এসভি ডেস্ক: ৩শ’১০পিছ ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
আটক মাদক ব্যবসায়ীর নাম আলতাফ হোসেন(৪০)। সে কলারোয়া উপজেলার কিসমত-ইলিশপুর গ্রামের হযরত আলীর গাইনের ছেলে।
শুক্রবার ভোরে আটকের এ ঘটনা ঘটে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া থানার এসআই ইস্রাফিল হোসেন সংগীয় র্ফোস নিয়ে কলারোয়ার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামস্থ সাতক্ষীরা-নাভারণ মহাসড়কে মিস্ত্রীর মোড় থেকে আলতাফ হোসেনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩শ’১০পিছ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর-উল-গীয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াবা বড়ি আটকের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
All rights reserved © Satkhira Vision