এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদাকে আটক করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাতক্ষীরার নিজ বাড়ি থেকে তাকে আটক করে সাতক্ষীরা থানার এসআই নাসির উদ্দীন ।
আটক শেখ নুরুল হুদা সাতক্ষীরা শহরের চৌরঙ্গি এলাকার মুজিবর রহমানের ছেলে।
সাতক্ষীরা থানার এসআই নাসির উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ নুরুল হুদার বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।