April 11, 2021, 12:13 am
নাজমুল শাহাদাৎ জাকির: সাতক্ষীরায় কবিরুল ইসলাম আওয়ামীলীগ নেতা হত্যা মামলাসহ পাঁচ মামলার আসামীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা শহরতলীর কাশেমপুর বাইপাসের কালভার্টের নিকট থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম কবিরুল ইসলাম(৩৮) তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজ ভোরে কবিরুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ কবিরুলের মরদেহটি উদ্ধার করেছে। বুধবার মধ্যরাতে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুক যুদ্ধে কবিরুল ইসলাম নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, নিহত কবিরুল ইসলামের বিরুদ্ধে একই গ্রামের আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যাসহ ৫টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © Satkhira Vision