নিজস্ব প্রতিনিধি: কুশখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামলের ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কর্তনকৃত সাতক্ষীরা সদরের কদমতলা-বৈকারী সড়কের ধারের সরকারি সেই বড় শিশু গাছের গুড়িগুলো জব্দ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ।
বুধবার(২১ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ হাসানুজ্জামান সরেজমিনে যেয়ে কাথন্ডা বাজারের উত্তর পাশে অবস্থিত সাইফুল ইসলামের ’স’ মিল হতে ওই গাছের গুড়িগুলো জব্দ করেন।
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মনিরুল ইসলাম বলেন, ‘গাছ কাটার বিষয়টি জানার পর মঙ্গলবার সন্ধায় আমি জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ হাসানুজ্জামানকে জানায়। বুধবার সকালে তিনি গাছের গুড়িগুলো জব্দ করে জেলা পরিষদে নিয়ে আসেন।’
তিনি আরো বলেন, ‘গাছ কর্তনের সাথে সম্পৃক্ত সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সাতক্ষীরা সদরের কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কুশখালীর ছয়ঘরিয়া গ্রামের আইজুদ্দীনের ছেলে সাইফুল ইসলামসহ কতিপয় চোরাকারবারী দ্বারা কদমতলা-বৈকারী সড়কের ছয়কুড়া নামক স্থান হতে একটি বড় শিশুগাছ কর্তন করে। পরে সেই শিশুগাছের গুড়িগুলো কাটানোর জন্য কাথন্ডার সাইফুলের ‘স’ মিলে রেখে আসে।’