এসভি ডেস্ক: সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার ২ জন ও ২ জন মাদক ব্যবসায়ী সহ ২৩ জন আসামীকে গ্রেফতার করেছে।অভিযানের সময় পুলিশ ১২ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাজাঁ উদ্ধার করেছে।
রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সাতক্ষীরার আটটি থানার অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ৫ জন, কলারোয়া থানা থেকে ১ জন,তালা থানা থেকে ২ জন,কালিগজ্ঞ থানা থেকে ৩ জন, শ্যামনগর থানা থেকে ৩ জন,আশাশুনি থানা থেকে ২ জন,পাটকেলঘাটা থানা থেকে ৪ জন সহ ২০ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মিজানুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।