Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরে ভয়াবহ ভাঙ্গনের মুখে পতিত বেড়ী বাঁধ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

আশাশুনি সদরের জেলেখালী, দয়ারঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ বেড়ী বাঁধটি যুগ যুগ ধরে ভাঙ্গন কবলিত হয়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

প্রতি বছর কোন না কোন স্থানে পানি ওভার ফ্লো বা কিছু অংশ ভেঙ্গে ভিতরে পানি ঢোকে বা আতঙ্কের কারণ হয়ে দেখা দেয়। বাঁধটি রক্ষার জন্য স্থায়ী কোন পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। প্রতি বছর সামান্য কিছু কাজ করা হলেও তেমন কোন উপকারে আসেনি।

বর্তমানে বাঁধের একটি বড় অংশের অবস্থা খুবই হুমকীতে আছে। কোথাও কোথাও পৌনে ১ হাত বা একহাত মত বাঁধ টিকে আছে। পুরো বাঁধটি খুবই নাজুক হয়ে পড়েছে।

জরাজীর্ণ ও ভয়াবহ বাঁধটি সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

তিনি বাঁধের অবস্থা দেখে শংকিত হয়ে পড়েন। বাঁধ রক্ষার্থে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নেওয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে ইতিপূর্বেও অবহিত করা হয়েছে, আবার ডিসি মহোদয়ের মাধ্যমে এমপি মহোদয়সহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান তিনি।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।