Spread the love

এসভি ডেস্ক: হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সাতক্ষীরা থানা পুলিশ ।

আজ সোমবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুরের বাইপাস সড়কের পাশে ওই লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, বাইপাস সড়কের পাশে এক যুবককে (২৪) উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। তার মুখ ও মাথা গামছা দিয়ে বাঁধা এবং মুখে টেপ মারা ছিল। হাত দুটি বাঁধা ছিল। লাশটি উপুড় করে ফেলে রেখে পিঠের উপর দুটি শক্ত মাটির ঢিল দিয়ে চাপা দেওয়া ছিল। তার পরনে একটি হলুদ রঙ এর গেঞ্জি ও সবুজ রং এর জিনস এর প্যান্ট ছিল। মরদেহের পাশে ইনজেকশানের ভায়েল ভাঙা অবস্থায় পড়ে ছিল।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।