Spread the love

নিজস্ব প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামিক রিসার্চ সেন্টার, বাংলাদেশ’র ‘সমাজ কল্যাণ’ বিভাগের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত দু:স্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২৭ রমজান) সকাল ১০টায় সদর উপজেলার বিনেরপোতা আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে ২২০ জন পরিবারের মাঝে সেমাই, চিনি, লাচ্চি, লুডুস, চিপস্, কিসমিচ, বাদাম, দুধ ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ’র পরিচালক আব্দুল্লাহ বিন এরশাদ, সচিব মামুন বিন আব্দুল আজিজ, সদস্য হাবিবুল্লাহ বিন রফিকুল, আলী হাসান, সাঈদ ইসলাম, সাদিক রেজা, ইউনাইট টিভি’র আলোচক রবিউল ইসলাম বিন ফজলুল হক, আব্দুল্লাহ বিন আব্বাছ, বিনেরপোতা আহলে হাদিস জামে মসজিদের সভাপতি মো. মুজিবর রহমান, পেশ ইমাম মো. হাবিবুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সুবিধাভোগিরা ঈদ সামগ্রী পেয়ে ইসলামিক রিসার্চ সেন্টার’র প্রতি সন্তোষ প্রকাশ করেন।