Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টের দুই আসামীকে আটক করা হয়েছে। আশাশুনি থানার এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৫০/১৮ (বন্দর) (ওয়ারেন্ট) মূলে উপজেলার বসুখালী গ্রামের কামরুল গাজীর ছেলে মামুন গাজীকে বসুখালি বাজার হতে আটক করেন।

অপরদিকে, এএসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-১২/১৯ (হিজলা) (ওয়ারেন্ট) মূলে কোলা গ্রামের আমজাত গাজীর ছেলে ইসরাফিল কে তার নিজ বাড়ী হতে আটক করেন।

আটককৃত আসামীদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।