Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) মানিকখালী খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া আক্তার বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে আশাশুনি সদরের মানিকখালী ফেরীঘাটের কাছে খোলপেটুয়া নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করার অপরাধে বালি ও মাটি উন্নয়ন আইন- ২০১০ এর ৫/১ ধারায় খোরশেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে একজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।