Spread the love

নিজস্ব প্রতিনিধি: ১০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে তালা থানা পুলিশ।

আটককৃতরা হলেন, তালার খলিসখালী গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আলমগীর হোসেন জনি রাঘবকাটী গ্রামের ইউসুফ গাজীর ছেলে হাসান গাজী।

গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার সন্ধায় তালা থানার এসআই মিজানুর রহমান সংগীয় ফোর্স নিয়ে তালার বালিয়াদহ বাজার হতে তাদেরকে আটক করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে।