কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী মনজুর মোর্শেদ তুষারের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার ডান হাতের ৪টি আঙুল কর্তনের মামলার অন্যতম আসামী শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিলুপ্তি কমিটির সদস্য জহুিরুল ইসলাম টিটু (২৫) কে আটক করেছে কলারোয়া থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার পৌর সদরের তুলসীডাঙ্গা ১নং ওয়ার্ড কানি পাড়া গ্রাম থেকে তাকে আটক করেন মামলার তদন্ত কর্মকর্তা কলারোয়া থানার এসআই রইচ উদ্দিন।
আটক জহুিরুল ইসলাম টিটু ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীর অবস্থান সনাক্ত করার পর অভিযান চালিয়ে জহুিরুল ইসলাম টিটুকে বাড়ি থেকে আটক করা হয়।
আটক জহুিরুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক ছাত্রলীগনেতা তুষারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার ডান হাতের ৪ টি আঙুল কেটে নেয়ার ঘটনায় থানায় মামলা রুজু করার পর থেকে এই পর্যন্ত দুই আসামীকে আটক করেছে পুলিশ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/comsatkhira/public_html/wp-includes/functions.php on line 5608