Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নব দম্পতিদের জন্য পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে (৪র্থ তলায়) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফ্যামিলি প্লানিং- ফিল্ড সার্ভিসেস ডেলিভারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আশাশুনির বাস্তবায়নে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, পরিবার পরিকল্পনা সাতক্ষীরার উপ-পরিচালক রওশনারা জামান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রোকনুদ্দীন ও আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ দম্পতিকে নিয়ে দাম্পত্য জীবনে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয়। তাছাড়া নব দম্পতি ও মাদের নিয়ে সরকারের গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।