Spread the love

নড়াইল প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (১৬ মে) ২৭৪\ নড়াইলে গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে ২৭ ডিসেম্বর ২০১৮ তারিখে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই মোঃ মনিরুজ্জামান।

তার মৃত্যুর দুই দিন পরই তার স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। তখন নড়াইলের পুলিশ সুপারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার পরিবারকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেন। কিন্ত বর্তমানে তার পরিবারের সদস্যরা কেমন আছে সেটা জানতে বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি তাদের বাসায় যান। বাসায় গিয়ে তারা তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সেই সাথে আসন্ন ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন। এ সময় ১১টায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) মৃত পুলিশ সদস্য মোঃ মনিরুজ্জামান নড়াইল জেলা পুলিশের সম্পদ ছিল। তার মৃত্যুর ক্ষতিপূরণ কোনোভাবেই সম্ভব নয়। আমরা যতদূর পারি তার পরিবারকে সাহায্য-সহযোগিতা করে যাবো এবং নিয়মিত তাদের পরিবারের খবরাখবর নিতে থাকবো।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার স্ত্রী সুমনা হক সুমি বলেন, মৃত পুলিশ সদস্য মোঃ মনিরুজ্জামান আমার স্বামীর নির্বাচনী প্রচারণার দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করেছে বলে শুধুমাত্র সেই কৃতজ্ঞতার জায়গা থেকে আমি এখানে আসিনি। একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি ভেবেই আমি গর্ব অনুভব করছি। সেই সাথে ভবিষ্যতেও আমি এই পরিবারের পাশে থাকবো।