Spread the love

এসভি ডেস্ক: কাঁঠাল পাড়ার জন্য কাঠাল গাছে ওঠে বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জে এক জনের করুণ মৃত্যু হয়েছে। 
মঙ্গল বার (১৪ মে) আনুমানিক  সকালে এ ঘটনা ঘটে। 
নিহতের নাম দাউদ আলী মোড়ল(৪৫) । তিনি কুশুলিয়া ইউনিয়নের  চন্ডীতলা  গ্রামের শহর মোড়লের ছেলে । 

জানাগেছে, কাঠাল গাছে উঠলে বৈদ্যুতিক তারে হাত লাগে দাউদ আলীর। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

এরপর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে  ছুটে এসে তাকে উদ্ধার করে তনে ততোক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়ে।